ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজে শ্রীলঙ্কা ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও ভারতকে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রি-দেশীয় সিরিজ আয়োজন করবে শ্রীলঙ্কা। শুক্রবার এক ঘোষণার মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী বছরের ৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সিরিজটি চলবে। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘নিদাহাস ট্রফি ২০১৮’ নামে টুর্নামেন্টটি আয়োজিত হবে।

এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসে। যেখানে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কান ক্রিকেটের প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বক্তব্যে বলা হয়, ‘শ্রীলঙ্কার (ও ভারত) বাংলাদেশ ক্রিকেটের প্রতি সমর্থন দারুণ একটি ব্যাপার, আর এই আমন্ত্রণ প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কতটা গভীর। ’

তিনি আরও বলেন, ‘ কোনো সন্দেহ নেই, এই টুর্নামেন্টের মাধ্যমে তিন দেশের বন্ধন আরও শক্ত হবে। ’

একই বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরি বলেন, ‘শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস পালনে আমরা তৈরি। শ্রীলঙ্কার (ও বাংলাদেশ) বিসিসিআই থেকে বড় কোনো বন্ধু নেই। ’

টুর্নামেন্ট প্রসঙ্গে লঙ্কান বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ’৭০ বছর দীর্ঘ একটি পথ। আমরা এই দিবসটি পালন করতে মুখিয়ে আছি। আমরা খুশি যে, আমাদের নিকট প্রতিবেশিরা এই দিবসটি পালনে যোগ দিচ্ছে। এটা আমি মনে করি ক্রিকেটের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ’

নিদাহাস ট্রফি ২০১৮’র প্রতিটি ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহন করা তিনটি দেশ একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। ২০ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।