ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ স্কোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
টি-টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ স্কোর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রেকর্ড গড়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সৌম্য-মুশফিক-মাহমুদউল্লার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯৩ রান তোলে স্বাগতিক শিবির। টি-টোয়েন্টিতে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ আয়ারল্যান্ডের বিপক্ষে (১৯০, বেলফাস্টে ২০১২ সালে)। চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক। তাতে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার। ১৯তম ওভারে আউট হওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৩। শেষ ওভারে আউট হন সাব্বির রহমান (১)।

ব্যাট হাতে ঝড় তুলে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার। পাওয়ার প্লে’র ৬ ওভারে আসে ৭১। ১০ ওভারে ১০০। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে নামেন অভিষিক্ত জাকির হাসান। সৌম্যর সঙ্গে তার জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৪৯। চতুর্থ ওভারের শেষ বলে জাকিরকে (১০) বোল্ড করেন দানুশকা গুনাথিলাকা।

ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি হাঁকিয়ে বিদায় নেন সৌম্য (৫১)। জীবন মেন্ডিসকে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন। তার ৩২ বলের মারকুটে ইনিংসটিতে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। সৌম্য-মুশফিক জুটিতে যোগ হয় ৫১।

একই ওভারে (একাদশ) দুর্ভাগ্যের শিকার হন আফিফ হোসেন। অভিষেক ম্যাচে রানের দেখা পাননি প্রতিভাবান এই অলরাউন্ডার। বল পায়ে লেগে নিচে পড়ার সময় ব্যাটের পেছনে লেগে যায়। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। দলীয় ১০০ রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিক শিবির।

বাংলাদেশ একাদশে নতুন মুখ চারজন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন জাকির হাসান, আফিফ হোসেন, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। বাহুর পেশীর ব্যথা পুরোপুরি সেরে ওঠায় তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। কবজির সমস্যা কাটিয়ে শঙ্কা দূর করেন মুশফিক।

আঙুলের চোটের কারণে টেস্ট সিরিজ মিস করেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। টি-২০ সিরিজের শেষ ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ।

শ্রীলঙ্কা টিমে টি-টোয়েন্টিতে অভিষিক্ত একটি ওয়ানডে খেলা তরুণ পেসার শেহান মাদুশাঙ্কা। ২০১৩ সালের পর প্রথম টি-২০ খেলছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার জীবন মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, শেহান মাদুশাঙ্কা, ইসুরু উদানা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।