ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের প্রশংসায় গুনাথিলাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ব্যাটসম্যানদের প্রশংসায় গুনাথিলাকা লঙ্কান ওপেনার ধানুস্কা গুনাথিলাকা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সতীর্থদের ভুয়সী প্রশংসা করেছেন

ঢাকা: প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের বড় লক্ষ্যও লঙ্কানরা টপকে গেছে মাত্র ৪ উইকেটের খরচায়। বাকি ছিল আরও ২০টি বল। 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল লক্ষ্যটা যদি ২৫০ ও হতো তা ছুঁয়ে ফেলাও হাথুরু শিষ্যদের জন্য অসম্ভব ছিল না।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্বাগতিকদের বিপক্ষে তাদের ঘরের মাঠে এমন উড়ন্ত জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সতীর্থ ব্যাটসম্যানদের ভুয়সী প্রশংসা না করে পারেননি লঙ্কান ওপেনার ধানুস্কা গুনাথিলাকা।

‘উইকেট ব্যাটিং বান্ধব ছিল। এবং আমাদের ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছি। কেননা ১৯০ রানের বেশি আমাদের অতিক্রম করতে হবে বিষয়টি আমাদের মাথায় ছিল। তাই শুরু থেকেই আমরা বোলারদের চাপে রেখেছি। ’

শ্রীলঙ্কার সঙ্গে এই সিরিজে বাংলাদেশকে কিছুটা অভাগাই বলতে হবে। আঙুলে চোট পাওয়ায় খেলতে পারেননি টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া বাঁহাতের পেশির ব্যাথায় খেলতে পারেননি ওপেনার তামিম ইকবালও। এ দু’জন সিনিয়র প্লেয়ার থাকলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। কিন্তু গুনাথিলাকা বিষয়টিকে এভাবে না দেখে ইনজুরিকে খেলার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখার পরামর্শ দিলেন।

‘সাকিব বাংলাদেশের প্রধান প্লেয়ার। কিন্তু আপনারা জানেন আমাদের দলেও তিনটি ইনজুরি আছে। আসিলা গুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল পেরেরা খেলতে পারেনি। ক্রিকেটে এটা থাকবেই। ’

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএসএ/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।