ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেট যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
সিলেট যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ব্যস্ত সূচির শেষ ম্যাচ খেলতে সিলেট যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা দু’দলের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ত্রিদেশীয় ওয়ানডে, টেস্ট সিরিজের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখার অপেক্ষা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী লড়াই মাঠে গড়াবে রোববার (১৮ ফেব্রুয়ারি)।

খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

আগের দু’টি সিরিজে ট্রফি হাতছাড়ার পর শেষটা ভালো করতে মরিয়া স্বাগতিক শিবির। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচটিতে (১৫ ফেব্রুয়ারি) নিজেদের টি-২০ ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ স্কোরের পরও বোলারদের ব্যর্থতায় হারের হতাশায় ডুবতে হয়েছে। ১৯৪ রানের টার্গেট ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় লঙ্কানরা।

সিরিজ বাঁচাতে জয় ভিন্ন কিছুই ভাবছে না মাহমুদউল্লার দল। ব্যাটসম্যানদের সঙ্গে বোলাররা জ্বলে উঠতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে টাইগাররা। সমর্থকদের এই বিশ্বাস খেলার মাঠে প্রয়োগের কাজটা খেলোয়াড়দের হাতে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হয়েছিল আত্মবিশ্বাসী জয় দিয়ে। না পাওয়ার আক্ষেপ ঘোঁচাতে শেষটাতেও থাকুক জয়ের হাসি স্বাগতিক শিবিরে…

বাংলাদেশ সময: ১১৩৫ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।