ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিরেছেন তামিম, অভিষিক্ত রাহি-মেহেদি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ফিরেছেন তামিম, অভিষিক্ত রাহি-মেহেদি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো মেহেদি হাসান ও আবু জায়েদ রাহির। মেহেদিকে ক্যাপ পড়িয়েছেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। আর রাহিকে পড়িয়েছেন সিনিয়র পেসার রুবেল হোসেন।

এদিকে বাঁহাতের পেশীর ইনজুরিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে না পারা টাইগার ওপেনার তামিম ইকবাল এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন।

গেল ১৫ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল চারজনের।

এরা হলেন, উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও অলরাউন্ডার আরিফুল হক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল. সৌম্য সরকার,  মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।