ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ ফিরছে মিরপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ঢাকা প্রিমিয়ার লিগ ফিরছে মিরপুরে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গেল বছরের মার্চে সংস্কার কাজ শুরু হওয়ায় ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের একটি ম্যাচও মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি।

মাঠের সংস্কার কাজ শেষ হওয়ায় এক মৌসুম বিরতির শেষে আবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে মর্যাদার আসর ফিরছে এই ভেন্যুতে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার চতুর্থ রাউন্ডের ম্যাচ দিয়ে হোম অব ক্রিকেটে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৭-১৮ মৌসুমের খেলা।

ঐতিহ্যবাহী ক্লাব হলেও ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলমান মৌসুমে নামের সুবিচার করতে পারেনি মোহামেডান। লিগের প্রথম ৩ রাউন্ডের ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে রয়েছে ১০ নাম্বারে।

পক্ষান্তরে নবাগত হয়েও তুলনামূলক ভালো খেলেছে অগ্রণী ব্যাংক। প্রথম তিন রাউন্ডের ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বারধারী লিজেন্ডস অব রুপগঞ্জের ঘারে নিশ্বাস ফেলছে।

একই সময় দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নামবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর বিকেএসপির ৩ নাম্বার মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি মোকাবেলা করবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।