ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উদয় কউলের শতকে কুপোকাত খেলাঘর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
উদয় কউলের শতকে কুপোকাত খেলাঘর ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে শাইনপুকুরের হয়ে ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান উদয় কউল খেললেন ১৩৬ বলে ১৩৭ রানের নান্দনিক এক ইনিংস। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৯৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেল দলটি।

যা টপকাতে গিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি  গুটিয়ে গেল ২০৬ রানে। দিন শেষে ৮৮ রানের বড় জয় ধরা দিল শাইনপুকুর শিবিরে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান উদয় কউলের ১৩৭ ও আফিফ হোসেনের ৪৩ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৪ রানের সংগ্রহ পায় শাইনপুকুর।

খেলা ঘরের হয়ে বল হাতে মোহাম্মদ সাদ্দাম ও মইনুল ইসলাম ২টি করে এবং রাফসান আল মাহমুদ, আল মেনারিয়া ও রবিউল ইসলাম রবি নিয়েছেন ১টি করে উইকেট।

জয়ের জন্য ২৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুর বোলারদের তোপে ২০৬ রানে গুটিয়ে যায় খেলা ঘরের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন রাফসান আল মাহমুদ।

শাইনপুকুরের হয়ে বল হাতে রায়হান উদ্দিন ৩টি, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আফিফ হোসেন ২টি করে এবং নাইম ইসলাম জুনিয়র নিয়ে ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।