ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ ফিরছে ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
সিরিজ ফিরছে ঢাকায় সিলেটের পর এবার শেষ টেস্ট ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে/ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামে দুটি ওয়ানডে ও সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ ফিরছে ঢাকায়। আগামী ১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

সেই ম্যাচে অংশ নিতে বুধবার (৭ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেটের ৭ সদস্য ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র।
 
দলের বাকি সদস্যরা এবং জিম্বাবুয়ে দল পৌঁছাবে পরদিন অর্থাৎ ৮ নভেম্বর।


 
উল্লেখ্য, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের সবক’টিতে জিতলেও প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশ হেরে গেছে ১৫১ রানের বড় ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।