ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন ম্যাচেই নজর আরিফুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
নতুন ম্যাচেই নজর আরিফুলের আরিফুল হক। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানের বড় হার। ১১ নভেম্বর থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চলছে পুরোদমে প্রস্তুতি। তবে শুধু প্রস্তুতি হলেই হবে না, তার আগে পেছনের ম্যাচ থেকে বের হতে হবে এমনটাই মনে করেন সিলেট টেস্টে অভিষিক্ত আরিফুল হক।

শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডানহাতি ব্যাটসম্যান আরিফুল। বলেন, ‘আমরা যদি শেষ ম্যাচটা নিয়ে যদি চিন্তা করি মোরালি ডাউন থাকব।

আমরা ওটা নিয়ে চিন্তা করবো না । ম্যাচ, বল টু বল নিয়ে ফোকাস করব। টিম গেম যদি খেলতে পারি, সবাই যদি পজিটিভ খেলতে পারে ম্যাচ জেতা কঠিন হবে না জিম্বাবুয়ের বিপক্ষে। ’

প্রথম টেস্ট হারলেও দলের সদস্যরা তেমন চাপে নেই জানিয়ে আরিফুল বলেন, ‘কোনো চাপ নেই আমাদের। মেইন বোলার মোস্তাফিজ খেলেনি। সে ব্যাক করলে আমরা জিততে পারব। ইতিবাচক আছি আমরা। ডু অর ডাই যেভাবেই হোক আমরা ম্যাচ জিতব। ’

আরিফুল হক।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

দলে জায়গা পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্চ্বসিত। তবে একাদশে না থাকলেও ড্রেসিং রুমও অনেক কিছু শেখায় এমনটা মনে করে আরিফুল বলেন, ‘এটা সত্যি, যদি নাও খেলেন জাতীয় দলে থাকলে অভিজ্ঞতা অর্জন হয়। বড় দলের সাথে খেলা বা বড় বড় খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম শেয়ার করা এটাতে বুঝতে অনেক সুবিধা হয়। বড় ভাইরা যখন কিছু বলেন সেটা কাজে দেয়। ইন্টারন্যাশনাল ম্যাচ কেমন বা কী রকম। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।