ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি আইনে উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
বৃষ্টি আইনে উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল ম্যাচ সেরা হন ইলিয়াস সানি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে ৪ রানে হারিয়েছে তারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার (২৭ ফেব্রুয়ারি) আসরের ১১তম ম্যাচটি বৃষ্টির কারণে ৮ ওভারে নামিয়ে আনা হয়।  

টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামালকে ভালো সূচনা এনে দেন ইমতিয়াজ হোসাইন ও ফারদিন হাসান।

৩৬ রান আসে তাদের জুটি থেকে। ইমতিয়াজ ১২ রান করে আউট হন।  দলীয় ৫৩ রানে বিদায় নেন জিয়াউর রহমান (৮)। এরপর এক ওভারে ২ উইকেট হারিয়ে বিদাকে পড়ে যায় শেখ জামাল। ওপেনার ফারদিন হাসানের ১৮ বলে ২৫ রান করে আউট হন।

শেষদিকে নাসির হোসেন ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। শেষ পরযন্ত্য ৮ ওভারে ৫ উইকেট ৭২ রান তোলে শেখ জামাল।
 
ফের একবার বৃষ্টি বাগড়া দিলে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে উত্তরা স্পোর্টিং ক্লাবের সামনে নতুন টার্গেট দাড়ায় ৭ ওভারে ৬৪ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি উত্তরার ব্যাটসম্যানরা।  

শেষ পর্যন্ত ৫ উইকেটে ৫৯ রানে থেমে যায় উত্তরা স্পোটিং ক্লাবের ইনিংস। শেখ জামালের ইলিয়াস সানি ১১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।