এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হলো পেসার এবাদত হোসেনের।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে সাদা পোশাকে কখনও জয় পায়নি বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশ নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। বিপরীতে হেরেছে দুটিতে। অন্যদিকে কিউইরা সমান তিন জয়ের বিপরীতে একটি হার ও একটিতে ড্র করেছে।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, শাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক) সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জয়েদ, মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমএমএস