ছবি: সংগৃহীত
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরির পরও ২৩৪ রানে অলআউট হয়। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।
সেডন পার্কে প্রথম দিন নিজের টেস্ট ক্যারিয়ারের নমব সেঞ্চুরির দেখা পান টাইগার ওপেনার তামিম। দুর্দান্ত ব্যাট করে শেষ পর্যন্ত তিনি ১২৮ বলে ২১টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২৬ করে বিদায় নেন।
তবে দলের আর কেউই বলার মতো স্কোর করতে না পারায় দলীয় ইনিংস বড় করতে পারেনি সফরকারীরা।
নিউজিল্যান্ড বোলারদের মধ্যে নেইল ওয়াগনার ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে জিত রাভালের হাফসেঞ্চুরি ও টম ল্যাথামের অপরাজিত ইনিংসে ভর করে বাংলাদেশ বোলারদের হতাশ করে কিউইরা। প্রথম দিন ১৪৮ রানে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।