ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিটনেসের ঘাটতির কারণেই বিশ্রামে মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
ফিটনেসের ঘাটতির কারণেই বিশ্রামে মোস্তাফিজ সংবাদ সম্মেলনে কথা বলছেন স্টিভ রোডস

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২১৭ রানে এগিয়ে স্বাগতিকরা। দুই কিউই ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হলো পেস আক্রমণ নিয়ে। প্রথম ইনিংসে কিউইদের যে চারটি উইকেট পড়েছে তার দুটি নিয়েছেন সৌম্য সরকার আর একটি করে নিয়েছেন মিরাজ ও মাহমুদউল্লাহ।

সৌম্য সরকার মিডিয়াম পেসার হলেও দলের প্রয়োজনে বল করেন। মূল যে তিনজন পেসার একাদশে রয়েছেন তাদের কেউই সাফল্যের মুখ দেখেননি।

আবু যায়েদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে একদমই নতুন। তিন পেসার মিলে করেছেন ৬৬ ওভার। এরকম অনভিজ্ঞ পেস আক্রণের কাছ থেকে বেশি কিছু আশা করাটাও বোকামি। দলের সেরা পেসার মোস্তাফিজকে রাখা হয়েছে বিশ্রামে। তাই প্রশ্নটা বারবারই উঁকি দিচ্ছিল, কেন একাদশে নেই মোস্তাফিজ?
 
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই কারণটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘ফিটনেসের সীমাবদ্ধতার কারণেই মোস্তাফিজকে একাদশে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্ট মনে করেছে তাকে বিশ্রামে রাখাই ভালো হবে। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের জন্য তাকে নিয়ে পরিকল্পনা করাই মঙ্গলজনক। ’
 
রোডস আরও জানান, ‘পরপর দুটি টেস্ট ম্যাচ খেলা মোস্তাফিজের জন্য কঠিন হবে। তার কাছ থেকে সেরা পারফরম্যান্স পেতে হলে তাকে মানসিকভাবে ফ্রেশ রাখা প্রয়োজন। তাই তাকে বিশ্রামে রাখাই ভালো। ’
 
মোস্তাফিজের অনুপস্থিতির কারণে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে কৃতিত্বটা কিউই ব্যাটম্যানদেরই দিচ্ছেন স্টিভ রোডস। তিনে বলেন, ‘রাভাল-ল্যাথাম ভালো ব্যাট করেছে। কোনো সুযোগ দেয়নি ওরা। এরকম দিনে বল করাটাও কঠিন। ’

তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে পেসারদেরই দায়িত্ত্ব নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, মার্চ ০১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।