ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রোহিতের পর রাহানের ১২ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
রোহিতের পর রাহানের ১২ লাখ রুপি জরিমানা আজিঙ্কা রাহানে। ছবি: সংগৃহীত

ফিল্ডিংয়ের সময় স্লো-ওভার রেটের কারণে এবার রাজস্থান রয়্যালস অধিনায়ক আজিঙ্কা রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলের ম্যাচে চিপোকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠের আম্পায়াররা রাহানের বিরুদ্ধে স্লো-ওভারের অভিযোগ আনেন।

এই ঘটনাটি রাজস্থানের জন্য বেশ দুঃখজনক বটে। কেননা ম্যাচে ৮ রানের হারের পাশাপাশি দলনেতাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হলো।

এছাড়া এই মৌসুমে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দলটি।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত শনিবারের (৩০ মার্চ) ম্যাচে হারের পাশাপাশি একই অঙ্কের জরিমানা গুনতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে।

মোহালির পিসিএ স্টেডিয়ামের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে মুম্বাই। আর এই ম্যাচ শেষেই স্লো ওভার রেটের অভিযোগে ১২ লাখ রুপি জরিমানা করা হয় মুম্বাই অধিনায়ক রোহিতকে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।