ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজের মুখে আগুন পান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
মিরাজের মুখে আগুন পান আগুন পান মুখে মেহেদি মিরাজ। ছবি: সংগৃহীত

এই তো কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। তবু মেহেদি হাসান মিরাজের সেই বাচ্চাদের মতো মজা করার বিষয়টি কমেনি একবিন্দু। তারই প্রমান পাওয়া গেলো ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে। 

এই ভিডিওতে দেখা গেছে, আগুন পানের স্টলের সামনে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজ। স্টলের বিক্রেতা মিরাজের মুখের দিকে আগুন পান এগিয়ে দিতেই মিরাজ বলে ওঠেন, ‘ভাই ভয় পাবো না তো?’ গায়ে আগুন লেগে যাবে না তো!’ 

বিক্রেতাও মিরাজকে নির্ভয় দিয়ে বলেন, ‘কিচ্ছু হবে না ভাই, লন না।

তবুও যেনো ভয় কমাতে পারছিলেন না মিরাজ। বলতে লাগলেন, ‘এটা কি ভাই? আগুন-মাগুন ভিতরে ঢুকে যাচ্ছে। এ ভাই গলা পুড়ে যাবে আমার। ভাই এটা কেমন পান ভাই। ’

তবে শেষ পর্যন্ত ভয়কে জয় করে আগুন পান মুখ দেন এই স্পিনিং অলরাউন্ডার। আর জয়ী মিরাজ বলে উঠেন, ‘ইয়েস আই গট ইট। ’

শুধু মাঠের বাইরেই নয়। এমন বাচ্চামি ক্রিকেট মাঠেও চলে তার। অনেকেই বলেন, দলের সবচেয়ে চঞ্চল সদস্য মিরাজ।

ভিডিও দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।