ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের শাস্তিটা বেশি হয়ে গেলো: খালেদ মাসুদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সাকিবের শাস্তিটা বেশি হয়ে গেলো: খালেদ মাসুদ খালেদ মাসুদ পাইলট-ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের উজ্জ্বল এই নক্ষত্র এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ। তাই ক্রিকেট অঙ্গনে এখন আলোচনার কেন্দ্র সাকিব। অপরাধ না করেও শুধুমাত্র ভুলের কারণে সাকিব ক্রিকেট থেকে বাইরে। এটা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারাদের মেনে নিতে কষ্ট হচ্ছে সাকিবের নিষিদ্ধ হওয়ার বিষয়টি। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বাংলানিউজকে সাকিবের শাস্তির বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত দিয়েছেন।

সাবেক এই অধিনায়কের মতে সাকিব আল হাসানের শাস্তির পরিমাণটা বেশি হয়েছে। এটার জন্য সাকিবকে প্রথমে অল্প কিছু দিনের নিষেধাজ্ঞা দিয়ে পরবর্তীতে আবার ভুল করলে শাস্তিটা বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি

পাইলট বলেন, ‘শাস্তিতো অবশ্যই বেশি। আমার কাছে মনে হয় এটা যদি না বলার জন্যই এরকম হয়ে থাকে, তবে এটা আসলে একটা ক্যারিয়াই শেষ করে দেওয়া। সাকিবের পক্ষেও না বিপক্ষেও না, এটা যে ক্রিকেটারই করুক এটা তো বিশাল অপরাধ না। আইসিসির নিয়মে সে অাইন ভেঙেছে, সেই হিসেবে সে অপরাধী। আমার কাছে মনে হয় এটা এতো বড় অপরাধ হিসেবে না দেখে দুটো সিরিজে নিষিদ্ধ করে তাকে সচেতন করে দিয়ে পরবর্তীতে একই ভুল করলে বড় শাস্তি দিলে সেটা দুই পক্ষের জন্যই সমান হতো। ’

তবে সাকিবের আরও একটু সচেতন হওয়া প্রযোজন ছিল কিনা এমন প্রশ্নে সাবেক অধিনায়ক বলেন, ‘আসলে এ ধরনের প্রস্তাব একবার আসুক আর বারবার আসুক অনেকেই মনে করেন যে, আসতে থাকুক আমার ঝামেলায় জড়ানোর দরকার নেই। একটা উদাহরণ দেই যে বাংলাদেশে তো অনেক প্রভাবশালীরা অন্যায় করেন, তবে আমরা দেখেও তো কিছু বলি না। কিন্তু অন্যায় দেখেও চুপ করে থাকাটাও তো অন্যায়। কিন্তু আমরা ঝামেলায় জড়াই না। এটাও অনেকটা সেরকম। অন্যায় করা আর অন্যায় দেখে চুপ করে থাকা দুইটার শাস্তি তো আর সমান হয় না। ’

সাবেক অধিনায়কের মতে প্রথমবারেই কোনো ক্রিকেটারকে এত বড় শাস্তি না দিয়ে ছোট শান্তি দিয়ে পরবর্তীতে একই ভুল করলে বড় শাস্তি দিলে সেটা দুই পক্ষের জন্যই ভালো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।