ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মানসিক অবসাদ: ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের সাময়িক বিরতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
মানসিক অবসাদ: ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের সাময়িক বিরতি গ্লেন ম্যাক্সওয়েল/ছবি: সংগৃহীত

মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।সিরিজের তৃতীয় ম্যাচের দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার না খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এর আগে  মূলত শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের শুরু থেকেই তিনি এই অসুবিধায় ভুগছিলেন।

ম্যাক্সওয়েলের মানসিক অবসাদের তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের সাইকোলজিস্ট ড. মাইকেল লয়েড। তবে ম্যাক্সওয়েল ঠিক কবে ক্রিকেটে ফিরবেন তা জানাতে পারেননি তিনি।

ম্যাক্সওয়েলের বদলে চলতি সিরিজের শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন ডার্সি শর্ট।

লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজে দুই ম্যাচ খেলে প্রথমটিতে ৬২ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে ২৩৩ রানের বড় স্কোর গড়তে সাহায্য করেছিলেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ম্যাচে 
অবশ্য ব্যাট করতে নামার সুযোগ পাননি তিনি, কারণ ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ মিলে শ্রীলঙ্কার ১১৭ রানের লক্ষ্য পার করে ফেলেন।
 
অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি ওয়ানডে, ৬১টি টি-টোয়েন্টি এবং ৭টি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।