ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব প্রস্তাবের কথা জানায়নি, আর আমি ফিক্সিং করেছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
‘সাকিব প্রস্তাবের কথা জানায়নি, আর আমি ফিক্সিং করেছি’ মোহাম্মদ আশরাফুল/ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে ২০১৩ সালে ৫ বছররের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পারছেন, আগামী ১২ মাস সাকিব আল হাসানের জন্য খুব কঠিন হবে। তবে বিশ্বসেরা অলরাউন্ডার এমন ভুল করবেন, এমনটা ভাবতেই পারেননি বাংলাদেশ ক্রিকেটের একসময়ের ‘পোস্টার বয়’ আশরাফুল।

ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পরও আইসিসি’কে না জানানোয় ২ বছর (১ বছর স্থগিত) নিষিদ্ধ হয়েছেন সাকিব। আশরাফুলের মতে, এটা সিস্টেমের জন্য বড় ধাক্কা।

তবে সাকিব আর তার মধ্যে অনেক পার্থক্য। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো।

ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘আমাদের দুজনের বিষয়টা পুরোপুরি আলাদা। সে (সাকিব) জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা কর্তৃপক্ষকে জানায়নি। আর আমি ম্যাচ পাতানোর সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম। ’

আশরাফুল আরও বলেন, ‘তবে এটা সিস্টেমের জন্য একটা বড় ধাক্কা। আমরা ক্রিকেট ভালোবাসি। সাকিব এখন যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে এটা ব্যাখ্যা করা কঠিন। আমি মনে করি তাকে নিয়ে অতিরিক্ত সংবাদ না করাই ভালো। অনেক বেশি সংবাদ আমার জন্য সবকিছু কঠিন করে তুলেছিল। ’

একসময়ের সতীর্থের এমন পরিণতিতে কষ্ট পাচ্ছেন ৩৫ বছর বয়সী আশরাফুল, ‘আমি বিশ্বাস করতাম আমার পরে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এমন সমস্যার মুখে পড়বে না। আমাদের বিষয় আলাদা হলেও, শাস্তি কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকাই। ’

‘আমার খারাপ লাগছে। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। সে আমাদের সেরা খেলোয়াড়। সে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। আমি বলবো সাকিব ভুল করেছে, আমি মনে করি সে (প্রস্তাবের কথা জানান) সিরিয়াসলি নেয়নি। এখন যা হবে, সবাই এখন এসব নিয়ে সাবধান থাকবে। আর কেউ হয়তো এই ভুল করবে না। আমরা কেউ ভাবতেই পারিনি যে, সাকিব এমন ভুল করবে,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।