ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের কাছে ‘আবার’ হারল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ইংল্যান্ডের কাছে ‘আবার’ হারল নিউজিল্যান্ড কিউইদের হারিয়েছে ইংল্যান্ড/ছবি: সংগৃহীত

গত বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের কথা এত সহজে ভোলার কথা নয় নিউজিল্যান্ডের। সেই শোক তাদের এখনও তাড়া করে। ম্যাচ টাই করেও বাউন্ডারির নিয়মে হেরে যাওয়ার প্রায় সাড়ে তিন মাস পর ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কিউইরা। যদিও ভিন্ন ফরম্যাট আর ঘরের মাঠে খেলা, তবু ইংলিশদের সামনে পাত্তা পায়নি স্বাগতিকরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুক্রবার (০১ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রানের মাঝারি সংগ্রহ পেয়েছিল কিউইরা।

দলের নিয়মিত অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের না থাকা দলটির ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে। সর্বোচ্চ ৪৪ রান এসেছে অভিজ্ঞ রস টেইলরের ব্যাট থেকে।

জবাবে ৭ উইকেট ও ৯ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ইয়ন মরগানের দল। জেমস ভিন্সের ৫৯ রানের ইনিংস ইংলিশদের জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজ সারেন অধিনায়ক মরগান নিজেই (৩৪*)। এছাড়া ৩৫ রান এসেছে ওপেনার জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।