ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পাচ্ছেন শেহজাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পাচ্ছেন শেহজাদ আহমেদ শেহজাদ/ছবি: সংগৃহীত

বিতর্ক আর আহমেদ শেহজাদ যেন নিত্যসঙ্গী। ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য বিতর্কের জন্ম দেওয়া এই পাকিস্তানি ক্রিকেটার এবার বল টেম্পারিং করতে গিয়ে ধরা পড়েছেন। 

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পাঞ্চাব ও সিন্ধু। ম্যাচের দ্বিতীয় দিনে সিন্ধুর প্রথম ইনিংসের সময় বলের আকৃতি বদলে ফেলেন শেহজাদ।

পরে ম্যাচ রেফারি নাদিম আরশাদ তাকে বিরুদ্ধে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত করেন। শাস্তির ঘোষণা আসতে পারে শুক্রবার (১ নভেম্বর)।

শেহজাদের সঙ্গে বিতর্কের সখ্যতা অবশ্য নতুন নয়। ২০১৮ সালে পিসিবি’র অ্যান্টি ডোপিং নীতিমালা ভঙ্গ করায় ২৭ বছর বয়সীকে ৪ মাস নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেবার ঘরোয়া ক্রিকেট চলাকালীন ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন তিনি।  

পাকিস্তানের জার্সিতে ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে এবং ৫৯ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন শেহজাদকে শাস্তিস্বরূপ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।