ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৮ উইকেটের রেকর্ডে তালহাকে ছাড়িয়ে গেলেন রুহেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
৮ উইকেটের রেকর্ডে তালহাকে ছাড়িয়ে গেলেন রুহেল রুহেল মিয়া/ছবি: সংগৃহীত

প্রথম স্পেলে দুই উইকেট নিয়ে চট্টগ্রাম বিভাগকে জোর ধাক্কা দিয়েছিলেন রুহেল মিয়া। কিন্তু পরের স্পেলে এসে চট্টগ্রামের ইনিংসে রীতিমত ধ্বংসযজ্ঞ চালালেন এই অনভিজ্ঞ পেসার। দুই স্পেল মিলে ৮ উইকেট শিকার করে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড নতুন করে লিখিয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন তালহা জুবায়েরের কীর্তি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রুহেলের বিধ্বংসী বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্রই তৃতীয় ম্যাচ খেলতে নামা রুহেল ১৪.১ ওভার বল করে মাত্র ২৬ রান খরচে একাই তুলে নিয়েছেন ৮ উইকেট।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো পেসারের সেরা বোলিং ফিগার এখন রুহেলের দখলে। এর আগে এই রেকর্ড ছিল তালহা জুবায়েরের দখলে। ২০১২ সালে রংপুর বিভাগের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন ঢাকা মেট্রোর পেসার তালহা। সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয় স্থানে আছেন সৈয়দ রাসেল। ২০০৪ সালে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে ৬৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

রুহেলের বোলিং তোপে চট্টগ্রাম গুটিয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে অমিত হাসানের ফিফটি ও অধিনায়ক অলক কাপালির ৪১ রানে ভর করে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করেছে সিলেট বিভাগ। ৫ উইকেট হাতে রেখে সিলেটের লিড ৮০ রানের। বল হাতে চট্টগ্রামের ইরফান হোসেন ৪ উইকেট তুলে নিয়েছেন। ১ উইকেট গেছে সাজ্জাদুল হকের দখলে।

এদিকে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রানের বড় সংগ্রহ করেছে বরিশাল বিভাগ। বরিশালের ফজলে মাহমুদ দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া সালমান হোসেন ৬৯, শাহরিয়ার নাফিস ৪৪ রান করেছেন।  

বল হাতে ঢাকা মেট্রোর তাসকিন আহমেদ ও আসিফ হোসেন ২টি করে আর আরাফাত সানি ও আল-আমিন ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।