ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীকে বড় ব্যবধানে হারালো রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
রাজশাহীকে বড় ব্যবধানে হারালো রংপুর বোলিংয়ের সময় আলোচনারত রংপুর বিভাগের সোহরাওয়ার্দী-নাসিররা: ছবি-ফাইল ফটো

২১তম ওয়াল্টন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে টায়ার-ওয়ানে স্বাগতিক রাজশাহীকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর বিভাগ। ১৫৫ রানের জয় তুলে নিয়েছে নাঈম ইসলামের দল। রংপুরের দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় রাজশাহী বিভাগ।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা রংপুর চতুর্থ ও শেষ দিনে আর ব্যাটিংয়ে নামেনি। ইনিংস ঘোষণা করে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় তারা।

এর আগে প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল রংপুর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফরহাদ হোসেনের দল। আরিফুল হক ও আলাউদ্দিন বাবুর বোলিং তোপে দলীয় ৯ রানে তিন উইকেট হারায় রাজশাহী। জুনায়েদ সিদ্দীকী (৩৪), অধিনায়ক ফরহাদ (১৩) ও সুজন হাওলাদার (২৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের দেখা পাননি।

শেষ দিকে মোহর শেখ ১ রানে অপরাজিত থাকলেও চোটের কারণে (অ্যাবসেন্ট হার্ট) ব্যাটিংয়ে নামতে পারেননি সানজামুল ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩.১ ওভারে ৯৩ রানেই থমকে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে রাজশাহী অলআউট হয় ২৫৪ রানে।

রংপুরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আরিফুল এবং আলাউদ্দিন। ২ উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম। বাকি উইকেটটি নিয়েছেন তানভীর হায়দার। দুই ইনিংসে কৃপণ বোলিংয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আরিফুল।

এই জয়ে ২১.৪৬ পয়েন্ট টায়ার-ওয়ানের তৃতীয় স্থানে আছে রংপুর। ৬ ম্যাচে ১ জয় ও ২ হারের পাশাপাশি ৩টিতে ড্র করেছে তারা। সমান ম্যাচে ১ জয়, ৩ হার ও ২ ড্রয়ে চতুর্থ স্থানে থাকা রাজশাহীর পয়েন্ট ১৮.৬৫।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।