ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো টাইগার যুবারা ছবি: সংগৃহীত

তৌহিদ হৃদয়ের বিশ্ব রেকর্ডের দিনে সফরকারী শ্রীলঙ্কাকে ৫০ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে জিতলো টাইগার যুবারা। প্রথম ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বয়সভিত্তিক ওয়ানডের বিশ্ব রেকর্ডে নাম লেখান হৃদয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাঠে নামে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৮৩ রান।

জবাবে, ৪৪.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে লঙ্কানরা তোলে ২৩৩ রান।

ব্যাটিংয়ে নেমে দ্রুত বিদায় নেন বাংলাদেশের ওপেনার প্রিতম কুমার (১)। আরেক ওপেনার সাজিদ হোসেন করেন ২১ রান। তিন নম্বরে নামা প্রান্তিক নাবিল ৭৭ বলে করেন ৬৫ রান। চার নম্বরে নেমে হৃদয় খেলেন ১১১ রানের দারুণ এক ইনিংস। তার ১০২ বলে সাজানো ইনিংসে তিনটি চারের পাশাপাশি ছিল ৫টি ছক্কার মার। তৃতীয় উইকেট জুটিতে নাবিলের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন হৃদয়।

৫৭ বলে পারভেজ হোসেন করেন ৩৮ রান। মাঝে শামীম হোসেন ১ আর দলপতি আকবর আলি ২ রানে বিদায় নেন। অভিষেক দাস ২৪ আর আশরাফুল ইসলাম সিয়াম ০ রানে অপরাজিত থাকেন।

২৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার মোহাম্মদ শামাজ করেন ৪০ রান। চার নম্বরে নামা রাভিন্দু রাশান্থার ব্যাট থেকে আসে ৮৪ রান। তার ৯২ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চার আর দুটি ছক্কার মার। ২১ রান করেন নিপুন ধনাঞ্জয়া। এছাড়া, আভিস্কা পেরেরা ৩০, রোহান সঞ্জয়া ২৭, দিলুম সুধীরা ১২ রান করেন।

বাংলাদেশের শাহিন আলম দুটি, হাসান মুরাদ দুটি, অভিষেক দাস একটি আর শামিম হোসেন একটি করে উইকেট তুলে নেন। ম্যাচ সেরা হন তৌহিদ হৃদয়।

আরও পড়ুন: সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড হৃদয়ের

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।