ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কলকাতা টেস্টে টিকিটের জন্য হাহাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
কলকাতা টেস্টে টিকিটের জন্য হাহাকার ছবি:বাংলানিউজ

কলকাতা থেকে: ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে যাবে দু’দল। প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলবে তারা।

এই টেস্টকে ঘিরে আগে থেকেই বাড়তি আগ্রহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে। বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা।

টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক ক্রিকেট সমর্থক অভিযোগ করে বলেন, 'এক সপ্তাহ ধরে টিকিটের জন্য আসছি, কিন্তু টিকিট পাচ্ছি না। ব্ল্যাকারদের হাতে টিকিট চলে গেছে। তারা কেমন করে পেলো টিকিট? সবসময় এমন করে, আইপিএলের সময়ও এমন করে। ৫০ টাকার টিকিট ২৫০ টাকায়, ২৫০ টাকার টিকিট ৫০০ টাকা। '

ইতোমধ্যে প্রথম চার দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।