ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম দুই সেশন স্পিনারদের জন্য গুরুত্বপূর্ণ: ভেট্টরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
প্রথম দুই সেশন স্পিনারদের জন্য গুরুত্বপূর্ণ: ভেট্টরি ছবি: সংগৃহীত

কলকাতা থেকে: ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে বাংলাদেশের দিবারাত্রির টেস্ট। ঐতিহাসিক এই ম্যাচ ঘিরেই বাড়তি আগ্রহ ক্রিকেটার ও সমর্থকদের মাঝে। প্রথম টেস্টে হেরে ব্যাকফুটেই আছে সফরকারিরা। তাই দ্বিতীয় টেস্টে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। তবে কাজটা মোটেও সহজ হবে না।

বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ব্যাট-বলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা।

অনুশীলন শেষে সংবাদিকদের মুখোমুখি হন স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি। তিনি জানান, গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার শিষ্যরা।
 
ভেট্টরি বলেন, ‘গোলাপি বলে দিনের বেলা খেলা স্বাভাবিক হবে। আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে ফ্লাড লাইটের আলোতে খেলা। এখানে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়। তখনই গোলাপি বলের পার্থক্যটা গড়ে তোলার চেষ্টা করবে সবাই। ভিন্ন কিছু করার চেষ্টা করবে দুই দল। বল সুইং করবে, সেখানেই আসল লড়াইটা হবে। আমার মনে হয় তৃতীয় সেশনের খেলা বেশি গুরুত্ব পাবে। ’
ছবি: বাংলানিউজপেসাররাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। তিনি জানান, ‘বাংলাদেশের পেস বোলাররা মুখিয়ে আছে খেলতে। এটা খুবই ইতিবাচক। সেখানে এসজি বল দিয়ে খেলা হবে, তবে অনেকের কোকাবুরা বল দিয়ে খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় এখানকার দর্শকদের বেশ আগ্রহ আছে এই টেস্ট নিয়ে। ’

তবে শুধু যে পেসাররাই সুবিধা পাবে তা নয়। উইকেট থেকে স্পিনাররাও সুবিধা পাবেন। ভেট্টরি যোগ করেন, ‘আমার মনে হয় এখানে প্রথম দুই সেশনই স্পিনারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পেসাররা দিনের শেষ দিকে গিয়ে সুবিধা পাবে। ইন্দোরে দুই দলই স্পিনার খেলিয়েছে। স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। কারণ বেশির ভাগ টেস্টে স্পিনাররাই মূখ্য ভূমিকা পালন করে। ’

আগামী ২২ নভেম্বর শুরু হবে ঐহিহাসিক এই টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।