ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের প্রয়োজনটাই আসল অনুপ্রেরণা: রাহি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
দলের প্রয়োজনটাই আসল অনুপ্রেরণা: রাহি আবু জায়েদ রাহি/ছবি: শোয়েব মিথুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বুধবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে অনুশীলন ক্যাম্পে সব ক্রিকেটারই যোগ দিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) কারণে প্রথম দিনে অনুশীলনে ছিলেন না আট ক্রিকেটার।

অনুশীলনের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেসার আবু জায়েদ রাহি। এসময় তিনি জানান, দলের জন্য যেটাই ভালো হবে সেটাকেই তিনি অনুপ্রেরণা হিসেবে নেবেন।

রাহি বলেন, ‘দলের জন্য কী করতে হবে, সেটা জানাটাই আসল। দুই পেসার খেলবে নাকি এক পেসার, তা এখনো জানি না। বিসিএল বা ন্যাশনাল লিগে স্পিনাররা বেশি রান দিলে পেসারদের কাজ হয় রান কম দেওয়া। এতে স্পিনাররা পরে এসে উইকেট নিতে পারে। টিমের জন্য যেটা কাজে লাগবে, সেটা করাই আসল অনুপ্রেরণা। ’

তবে বিশ্বকাপের পর দুইবার পেস বোলিং কোচ পরিবর্ন হয়েছে। এটা কোনো সমস্যা করবে কিনা এমন প্রশ্নে রাহি বলেন, ‘কোচের কাছ থেকে ভালো জিনিসটা মনে রাখার চেষ্টা করি এবং সেভাবেই কাজ করি। কোচ চলে যাওয়া বা আসা আমাদের হাতে নাই। যারা ছিলেন, তাদের কাছ থেকে শেখা ভালো জিনিসটা মনে রাখার চেষ্টা করি। এটার কোনো বিকল্প নাই। ’

টেস্ট দলে এখন নিয়মিত সদস্য রাহি। তাই তার ওপর একটা বাড়তি দায়িত্ব থাকে। তবে অধিনায়কের চাওয়ার সঙ্গে মিল রেখেই বল করার চেষ্টা করেন বলে জানিয়েছেন এই পেসার।
 
তিনি বলেন, ‘সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে। যখন অধিনায়ক বলবে ঠিক জায়গায় বোলিং করতে, তখন তাই করতে হবে। রিয়াদ ভাই, সৌরভ ভাই ওভারে দুই থেকে তিন রানের বেশি না দেওয়ার পরামর্শ দিয়েছিল। আমরা সেভাবে করেছি। তামিম ভাইও বোলারদের খুব পরামর্শ দিচ্ছেন। একটু সময় দিলে আশা করি খুব ভালো হবে। ’
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।