ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যামেরার চোখে টাইগারদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ক্যামেরার চোখে টাইগারদের অনুশীলন অনুশীলনে টাইগাররা: ছবি-শোয়েব মিথুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টকে ঘিরে অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। সরাসরি মাঠে গিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য মুমিনুল-মুশফিকদের অনুশীলন ক্যামরার চোখে বন্দী করেছেন ফটোগ্রাফার শোয়েব মিথুন । 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে টাইগাররা।

মুশফিকের ব্যাটিং অনুশীলন ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম-মুমিনুল হকরা।

 

ভেট্টোরির সঙ্গে মুমিনুল স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি উপস্থিত থেকে বাংলাদেশের অনুশীলন দেখেছেন।  

মাশরাফির সঙ্গে কথা বলছেন মুমিনুলএসময় টাইগারদের অনুশীলন দেখতে মাটে আসেন মাশরাফি বিন মর্তুজা। কথা বলেন মুমিনুলদের সঙ্গে।  

ব্যাট হাতে তামিম ইকবাল

মুমিনুল হক

সাইফ হাসান

অনুশীলনে টাইগাররা বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।