ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ট্রিপল সেঞ্চুরিও হবে, ‘কথা’ দিলেন মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ট্রিপল সেঞ্চুরিও হবে, ‘কথা’ দিলেন মুমিনুল মুমিনুল হক/ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশ টেস্ট দলের সম্প্রতি পারফরম্যান্স হতাশাজনক। শেষ ছয় টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে পরাজয়, কোনো ব্যাটসম্যানের নেই সেঞ্চুরি। ব্যাটসম্যানদের এই করুণ অবস্থার মাঝেও টেস্ট অধিনায়ক মুমিনুল হক আশার আলো দেখালেন। শুধু আশা নয় সরাসরি কথা দিলেন খুব শিগগিরই ব্যাটসম্যানরা সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি এমনকি ট্রিপল সেঞ্চুরির দেখাও পাবেন।

শুক্রবার (২১ ফেক্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে শেষবার অনুশীলন করেন। পরে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, ক্রিকেটাররা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

তবে এটা থেকে তাড়াতাড়ি বের হওয়া সম্ভব।

মুমিনুল বলেন, ‘সত্যি বলতে গেলে আমার কাছে মনে হয় এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকা মানে হয়তো আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয় মানুষের মাঝে মাঝে একটু ব্যাড প্যাচ (খারাপ সময়) যায়। দল হিসেবে আমরা হয়তো ব্যাড প্যাচ পার করছি। ইনশাল্লাহ আমরা এটা ওভারকামের জন্য কাজ করছি। কথা দিচ্ছি আমাদের টিমের কেউ সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি কিংবা ট্রিপল সেঞ্চুরি করবে। কথা দিলাম কেউ একজন বড় ইনিংস খেলবে, ইনশাল্লাহ। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।