ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফগান ক্রিকেট বোর্ডের নতুন সিইও কোরাইশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
আফগান ক্রিকেট বোর্ডের নতুন সিইও কোরাইশি

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাহী অফিসার (সিইও) করা হয়েছে রহমতউল্লা কোরাইশিকে। বোর্ডের সদস্যদের মূল্যায়নে এই সিইও নিয়োগ দেওয়া হয়।

অন্তবর্তী সিইও নাজিম জার আব্দুলরাহিমাজাইর স্থলাভিষিক্ত হলেন কোরাইশি। এর আগে অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের কারণে লুতফুল্লা স্ট্যানিকজাইকে সিইও’র পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।

ক্রিকেট বোর্ডের এক সভায় কোরাইশিকে নতুন সিইও হিসেবে পরিচয় করিয়ে দেন সাবেক ভারপ্রাপ্ত সিইও জার আব্দুলরাহিমাজাই।

এ ব্যাপারে আফগান ক্রিকেট বোর্ড জানায়, বোর্ডের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও অনান্য কর্মকতাদের বিবেচনায় একটি ইন্টারভিউ প্যানেলে দ্বারা যোগ্য এবং স্বচ্ছভাবে এই নিয়োগ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।