ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চাটমোহরে প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
চাটমোহরে প্রিমিয়ার লিগ টি-২০ টুর্নামেন্ট উদ্বোধন

পাবনা: আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পাবনায় শুরু হয়েছে ‘চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লিগ (সিপিএল)।

বুধবার (০৪ নভেম্বর) সকাল দশটায় চাটমোহর সরকারি কলেজ মাঠে চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ত্রিদলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি মো. সৈকত ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম, প্যানেল মেয়র মোা: নাজিমুদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মতিউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু, সদস্য সাংবাদিক শাহীন রহমান, সাংবাদিক এম এ জিন্নাহ, সালাহউদ্দিন ফিরোজ, তোফাজ্জল হোসেন বাবু উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে তিনটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো চাটমোহর রাইডার্স, চাটমোহর ওয়ারিয়র্স ও চাটমোহর ফাইটার্স। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাটমোহর রাইডার্স ও চাটমোহর ওয়ারিয়র্স।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।