ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক বাবর

আজহার আলীকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাবর আজম।

মঙ্গলবার বাবর আজমকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। ফলে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের পাশাপাশি টেস্ট দলের নেতৃত্বেও এলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

গত অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছিল আজহার আলীকে। তার অধীনে ৮ টেস্ট খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে পাকিস্তান। হার ও ড্র দুটি করে।  

আজহার আলীকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার সময় সরফরাজের বদলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান বাবর। এরপর গত মে মাসে ওয়ানডে দলের নেতৃত্বেও আনা হয় তাকে।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে বাবরের অভিষেক হতে পারে নিউজিল্যান্ড সফরে। আগামী ২৬ ডিসেম্বর থেকে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে হিসেবে কিউইদের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা পাকিস্তানের।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।