ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৫ কোটি ২৫ লাখে প্রীতির দলে শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
৫ কোটি ২৫ লাখে প্রীতির দলে শাহরুখ খান শাহরুখ খানকে কিনেছে পাঞ্জাব কিংস/ছবি: টুইটার থেকে

মাত্র ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের শাহরুখ খানকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। ভারতের ঘরোয়া ক্রিকেট খেলে নজরে আসা শাহরুখ মূলত ব্যাটিং অলরাউন্ডার।

চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। নিলামে ২৫ বছর বয়সী শাহরুখের ভিত্তিমূল্য ২০ লাখ রুপি হলেও তাকে কিনতে মোটামুটি কাড়াকাড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত বিজয়ের টোলপড়া হাসি দেখা যায় বলিউড তারকা প্রীতি জিন্তার মুখে। এর আগে জেই রিচার্ডসনকে ১৪ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব।

এর আগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস।

দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। অবশেষে তাকে কিনতে রেকর্ড ভাঙতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মরিস এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার ভিত্তি মূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।

মরিসের আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা ছিল সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে। ২০১৫ সালের আসরে ২ কোটি ভিত্তি মূল্যের এই যুবরাজকে কিনতে ১৬ কোটি রুপি খরচ করেছিল দিল্লি।

এদিকে এবারের নিলামে অজি ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েও কাড়াকাড়ি পড়ে যায়। তাকে কিনতে ১৪ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।  

একই নিলামে ৭ কোটি রুপিতে বিক্রি হয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তাকে কিনেছে চেন্নাই সুপার কিংস। সবার আগে বিক্রি হয়েছেন স্টিভ স্মিথ। তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দাভিদ মালানকে দেড় কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। আর শিভম দুবেকে কিনতে ৪ কোটি ৪০ লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস।

অজি ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইলকে ৫ কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই আবার অ্যাডাম মিলনেকে কিনেছে ৩ কোটি ২০ লাখ রুপিতে। ৯ কোটি ২৫ লাখে কৃষ্ণাপ্পা গৌতমকে কিনেছে চেন্নাই।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।