ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সখিপুরে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
সখিপুরে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শরীয়তপুর: শরীয়তপুরের সখিপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।  

সখিপুর থানা ছাত্রলীগের আয়োজন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

 

টুর্নামেন্টটির সাবিক সহযোগিতায় রয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম (এমপি)।

সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিত্বে সোমেল সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন- সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার, আওয়ামী লীগের সহ-সভাপতি কহিনুর সুলতানা দোলা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির মাদবর, শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান, সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদার, সখিপুর থানার সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ৯ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ ও সখিপুর স্পোর্টিং ক্লাব। এতে সখিপুর স্পোর্টিং ক্লাবকে ১০৩ রানে হারিয়ে বিজয়ী হয় ৯ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।