ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রেয়াসের টানা তৃতীয় ফিফটিতে ভারতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
শ্রেয়াসের টানা তৃতীয় ফিফটিতে ভারতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

শ্রেয়াস আইয়ারের টানা তৃতীয় হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মাবাহিনী।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ধর্মশালায় প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ১৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ ফর্মে থাকা শ্রেয়াসের অপরাজিত ফিফটিতে জয় নিশ্চিত হয় ভারতের। ডানহাতি এই ব্যাটার ৪৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন। রবীন্দ্র জাদেজা ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

লঙ্কান বোলার লাহিরু কুমারা ২টি উইকেট নেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। অবশেষে হাল ধরেন অধিনায়ক দাসুন শানাকা। দলনেতার ৩৮ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস দলটিকে দেড়শর কাছাকাছি নিয়ে যায়। দীনেশ চান্দিমাল ২২ রান করেন।

ভারতীয় বোলার আভেস খান ২টি উইকেট পান।

পুরো সিরিজে অসাধারণ ব্যাট করা শ্রেয়াস ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।