ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি রামাদিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
চলে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি রামাদিন

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্পিনার সনি রামাদিন পরপারে পাড়ি জমালেন। রোববার ৯২ বছর বয়সে তিনি মারা যান।

মাত্র ১৯ বছর বয়সে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে উইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিল রামাদিনের। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ম্যানচেস্টার টেস্টে তার অভিষেক হয়েছিল। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে কারণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারে। দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছিলেন রামাদিন। ছবিটা পাল্টে যায় লর্ডসে।

অফস্পিন করালেও একই বোলিং অ্যাকশনে লেগস্পিন করাতেও সিদ্ধহস্ত ছিলেন রামাদিন। ১৯৫০ সালের সেই সিরিজ জয়ে রামাদিনের পাশাপাশি অবদান রাখেন আলফ ভ্যালেন্টাইন। সিরিজ জয়ের পর তাদের নিয়েই ক্যালিপসো সুরকার লর্ড কিচেনার গান লিখেছিলেন, 'দোজ টু লিটল পালস অব মাইন/রামাদিন অ্যান্ড ভ্যালেন্টাইন। ' প্রয়াত ধারাভাষ্যকার এবং ক্রিকেট ঐতিহাসিক টোনি কোজিয়ার বলেছিলেন, 'তারা ছিলেন একে অপরের যোগ্য পরিপূরক। ' 

১৯২৯ সালে ত্রিনিদাদের সেন্ট চার্লসে রামাদিন জন্মগ্রহণ করেন। দেশের হয়ে ৪৩টি টেস্ট খেলে শিকার করেন ১৫৮ উইকেট। সেরা বোলিং ফিগার ৪৯ রানে ৭ উইকেট। মূলতঃ অফস্পিন করালেও একই বোলিং অ্যাকশনে লেগস্পিন করাতেও সিদ্ধহস্ত ছিলেন রামাদিন। তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ার আরও উজ্জ্বল। ১৮৪ ম্যাচে নিয়েছেন ৭৫৮ উইকেট। মাত্র ১৫ রানে ৮ উইকেট প্রথম শ্রেণিতে তার সেরা বোলিং ফিগার।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।