ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আমি নার্ভাস ছিলাম : রোহিত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
আমি নার্ভাস ছিলাম : রোহিত

সপ্তম ওভারে যখন বৃষ্টি নামে, বাংলাদেশ তখন ৬৬ রান করেছে কোন উইকেট না হারিয়ে। বৃষ্টি আইনে এগিয়ে ১৭ রানে।

কিন্তু বৃষ্টির পর ব্যাটাররা নিজেদের খুঁজে পাননি আর। ভারতের কাছে গিয়ে আবারও হারতে হয় বাংলাদেশকে। ম্যাচের পর ভারতীয় কোচ জানিয়েছেন, বৃষ্টির সময় নার্ভাস ছিলেন তিনি।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি একই সঙ্গে শান্ত ও নার্ভাস ছিলাম। কিন্তু মাঠে প্রয়োগ করার জন্য দল হিসেবে শান্ত থাকা গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত ম্যাচ দুই দিকেই যেতে পারে। তবে আমরা নিজেদের নার্ভ ঠিকভাবে ধরে রেখেছি খেলা শুরু হওয়ার পর। সব শেষে ভালো একটা জয় এসেছে। ’

ডেথ বোলিংয়ে আর্শ্বদ্বীপ সিংয়ের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আর্শদ্বীপ যখন দৃশ্যপটে এলো- আমরা তাকে ডেথ বোলিং করার জন্য বলেছি। বুমরাহ ছিল না, এটা কঠিন কাজ যেকারো জন্য। একটা তরুণ ছেলে এসে এমন কাজ করা সহজ না, আমরা তার জন্য তৈরি ছিলাম। সে এটা ৮-৯ মাস ধরে করছে। আমার এমন কোন একজনকে ভরসা করতে হতো যে এটা নিয়মিত করবে, তারা হচ্ছে শামি ও আর্শ্বদ্বীপ। ’

লম্বা সময় ধরে অফ ফর্মে ছিলেন লোকেশ রাহুল। তাকে বাদ দেওয়ার কথাও এসেছে। তবে দল আস্থা রেখেছে তার ওপর। বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরিতে প্রতিদানও দিয়েছেন তিনি। তার ও বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রোহিত শর্মা।

তিনি বলেছেন, ‘আমার মাথায় কোহলি সবসময় ছিল। এটা কয়েক ইনিংসেরই ব্যাপার ছিল, এশিয়া কাপের পর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অনেক অভিজ্ঞতা আছে। রাহুলও যেভাবে ব্যাট করেছে, তার ও দলের জন্য এটা ছিল গুরুত্বপূর্ণ। আমরা জানি টপ-অর্ডারে সে কেমন ক্রিকেটার। ’ 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ হওয়া ফিল্ডিং নিয়ে রোহিত বলেছেন, ‘আজকে আমরা এমন কিছু ক্যাচ নিয়েছি যেগুলো দেখা দারুণ ছিল। অনেক দর্শকের সামনে খেললে এটা সহজ না। এই ধরনের ক্যাচ ছেলেদের ক্যারেক্টার বুঝিয়েছে। আমাদের ফিল্ডিংয়ের সক্ষমতা নিয়ে কখনোই কোন সংশয় ছিল না আমার। ’

বাংলাদেশ সময় : ১৯৪৬ ঘণ্টা, ২ নভেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।