ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অজুহাত দিতে চান না সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
অজুহাত দিতে চান না সাকিব

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেল সপ্তম ওভারে এসে। বাংলাদেশের রান তখন কোনো উইকেট না হারিয়ে ৬৬।

বৃষ্টি আইনেও এগিয়ে ১৭ রানে। এরপর ১৭ ওভারে নেমে আসে খেলা, লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান। অনেকটা তাড়াহুড়ো করেই ম্যাচ শুরু হয়েছে বলে অভিযোগের সুর রয়েছে।  

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য ওই দলে নন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘এটা এমন সিদ্ধান্ত (খেলা কখন শুরু হবে) যা আম্পায়ার নিয়ে থাকেন। আমরা এই সিদ্ধান্ত নিই না। আমরা খেলতে চেয়েছি, দুই দলই ২০ ওভারের ম্যাচ খেলতে চেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। ’

‘আমি খুশি দুই দল যেভাবে খেলেছে, সবাই-ই সঠিক স্পিরিটে খেলেছে। দুই দলই ভালো খেলেছে, আমরা খুব কাছাকাছি গিয়েছি, ২০১৬ বিশ্বকাপের মতো। তবে জিততে পারিনি। মাঠ কিছুটা পিচ্ছিল ছিলো। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মাঠ কিছুটা পিচ্ছিল ছিলো। এমন হলে সাধারণত ব্যাটিং সাইড সুবিধা পায়, বোলিং সাইডের চেয়ে। আমাদের এটাতে অজুহাত দেওয়া ঠিক হবে না। ’

দুই দলেরই পুরো ২০ ওভারের ম্যাচ চাওয়া ছিল জানিয়ে সাকিব বলেছেন, ‘দুই দলই চাচ্ছিলো পুরো খেলাটাই হোক। আমরা ভাবিনি ডিএল মেথড আসতে পারে। যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষনও বৃষ্টি হওয়ার কথা ছিলো না। আমরা আশাবাদী ছিলাম যে পুরো ম্যাচটাই হবে। যেটা হয়েছে আমার কাছে মনে হয়না এটা খুব বেশি পার্থক্য গড়েছে খেলার ক্ষেত্রে বা আমাদের পারফরম্যান্সের ক্ষেত্রে। বৃষ্টি টা না হলে হয়তো আমাদের মোমেন্টামটা ভালো থাকতে পারতো। ’

বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।