ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাউদির রেকর্ড ছুঁলেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
সাউদির রেকর্ড ছুঁলেন সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিকানা নিয়ে ইঁদুর-দৌড় চলছে সাকিব আল হাসান ও টিম সাউদির মধ্যে। একবার সাকিব, তো একবার সাউদি বসছেন সিংহাসনে।

এবার অবশ্য দুজন সমান-সমান।  

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে ২ উইকেট তুলে নিয়েছেন সাকিব। আর তাতেই সাউদিকে ছুঁয়ে ফেলেন টাইগার দলপতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুজনেরই ঝুলিতে এখন সমান ১২৭টি করে উইকেট।  

দেশের জার্সিতে ১০৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৭ উইকেট হলো সাকিবের। সমান উইকেট নিতে সাউদি খেলেছেন ১০৩ ম্যাচ। ৭৩ ম্যাচে ১২১ উইকেট নিয়ে তিনে অবস্থান আফগান লেগ স্পিনার রশিদ খানের।

চলতি বিশ্বকাপে সাকিব ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে সাউদি ৩ মাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন।

আজ শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাবে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে গেলেও বৃষ্টি আইনে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।