ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সবকিছুই আইসিসির নিয়ন্ত্রণে: তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সবকিছুই আইসিসির নিয়ন্ত্রণে: তাসকিন

বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই শ্বাসরুদ্ধকর হারের পর পেরিয়েছে দুই দিন। তারপরও ম্যাচটি নিয়ে বিতর্ক থামেনি।

ভারতের করা ফেক ফিল্ডিংসহ ভেজা মাঠে বাংলাদেশকে নামিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এখনও সরগরম।

ম্যাচ নিয়ে সমর্থকরা অনেক কথা বলে গেলেও ক্রিকেটাররা এগুলো লুকিয়ে রাখতে হচ্ছে নিজেদের মনেই। কোনোভাবে ফাঁস করলেই আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী জরিমানার মুখে পড়তে হবে। সংবাদমাধ্যমের সামনে এসে তাই তাসকিন আহমেদও বলতে পারেননি কিছু। জানিয়েছেন সবকিছুই আইসিসির নিয়ন্ত্রণে।

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগামী রোববার (৬ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে অ্যাডিলেডের কারেন রল্টন ওভালে অনুশীলনের সময় গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে তিনি বলেন, ‘আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আম্পায়ারদের সিদ্ধান্ত, কিছু জিনিস দেখলাম যে সমালোচনা হচ্ছে। ফেইক থ্রো বা অন্যান্য জিনিস ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের কন্ট্রোলের বাইরে। ’

‘সেগুলো নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তার থেকে বড় জিনিস ওই ম্যাচটা এখন অতীত। তো সামনের যে ম্যাচটা আছে ওটা নিয়েই চিন্তা করতে চাই। অবশ্যই আইসিসির ইভেন্ট সবকিছুই আসলে তাদের নিয়ন্ত্রণে। তারা যে সিদ্ধান্ত দিয়েছে ওইসময়ে, সেটা তাদের ব্যাপার। ’

সেমিফাইনালে যাওয়ার আশা এখনও কিছুটা বাকি আছে বাংলাদেশের। সেই লক্ষ্যে যেভাবেই হোক শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে। আর সেটিই এখন তাসকিনের আসল ভাবনা, ‘দেখুন, যদিও কিছু হলে হয়তো আমাদের জন্যই ভালো হয়তো। যেহেতু এটা এখন আর ফেরত আনতে পারবো না, তাই এটা নিয়ে আর ভাবছি না। লক্ষ্য থাকবে সামনের ম্যাচে সেরাটা দিয়ে ভালো করার। ’

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।