ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধর্ষণ মামলায় অভিযুক্ত গুনাথিলাকার জামিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
ধর্ষণ মামলায় অভিযুক্ত গুনাথিলাকার জামিন

ধর্ষণ মামলায় অভিযুক্ত শ্রীলঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা জামিন পেয়েছেন। গতকাল সিডনির ডাউনিং লোকাল কোর্টে তাকে জামিন প্রদান করেন ম্যাজিস্ট্রেট জানেট ওয়ালকুইস্ট।

যদিও এই আদেশে আপত্তি জানান পুলিশ প্রসিকিউটর কেরি-অ্যান ম্যাকিনন। তার মতে, জামিন দিলে পালিয়ে যেতে পারেন গুনাথিলাকা।

তবে সবকিছুই বিবেচনা করেই গুনাথিলাকাকে জামিন দিয়েছেন ওয়ালকুইস্ট। গত ৬ নভেম্বর এক নারীকে যৌন নিপীড়ন ও চারবার সম্মতি ছাড়াই যৌন সম্পর্ক করার অভিযোগে সিডনির হায়াট রেজেন্সি হোটেল থেকে গ্রেফতার হন  গুনাথিলাকা। যদিও পরে পুলিশের জেরায় এই অভিযোগ অস্বীকার করেন তিনি। তার দাবি, ঐ নারীর সঙ্গে দেখা করলেও তাকে কোনোভাবেই মারধর করেননি এবং সম্মতি নিয়েই যৌন সম্পর্ক করেছেন।  

জামিন পেলেও গুনাথিলাকাকে দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা ও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একটি নির্দিষ্ট ঠিকানায় থেকে প্রতিদিন পুলিশকে রিপোর্ট করবেন এই লঙ্কান ব্যাটসম্যান। তাছাড়া টিন্ডার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি। আদালতে পরবর্তী শুনানির তারিখ ১২ জানুয়ারি।

অস্ট্রেলিয়ায় মুলত টি-২০ বিশ্বকাপ খেলতেই গিয়েছিলেন গুনাথিলাকা। কিন্তু নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আসর থেকে ছিটকে যান তিনি। তবে তাকে দেশে ফেরত না পাঠিয়ে দলের সঙ্গেই রেখে দেয় শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এএইচএস/এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।