ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ‘ফুটভলি’ খেললেন উইলিয়ামসনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ‘ফুটভলি’ খেললেন উইলিয়ামসনরা

২০ মাস পর প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিল ওয়েলিংটনের স্কাই স্টেডিয়াম। কিন্তু বাধ সাধলো প্রকৃতি।

বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি। তাই পরিত্যক্ত হয় নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০।

তবে ক্রিকেট খেলতে না পারলেও, অলস সময়টা ভিন্ন এক খেলায় কাটিয়ে দিলেন দুই দলের ক্রিকেটাররা। যাকে বলা হয় ‘ফুটভলি’। সাধারণত ভলিবল হাত দিয়ে খেলে থাকেন সবাই। কিন্তু হাতের পরিবর্তে ফুটবলের মতোই এখানে পা দিয়ে লাথি মারেন কেন উইলিয়ামসনরা ।

কয়েকটা চেয়ার সমান্তরাল ভাবে সাজিয়ে বিভাজন তৈরি করা হয় । এরপর দল বেঁধে খেলেন ভারতের ইউজবেন্দ্র চাহাল, সাঞ্জু স্যামসন ও কিউই লেগ স্পিনার ইশ সোধি। চেয়ারের অপর প্রান্তে ছিলেন টিম সাউদি, ব্লের টিকনার ও কিউই কোচিং স্টাফের সদস্য। খেলার এই ভিডিওটি টুইট করে বিসিসিআই। তার আগে নিউজিল্যান্ড ক্রিকেটও একই ধরণের ভিডিও টুইট করে। তবে সেখানে খেলতে দেখা যায় অধিনায়ক কেন উইলিয়ামসনকে। বৃষ্টির কারণে বাকিটা সময় এভাবে খুনসুটিতেই মেতে উঠেন দুই দলের ক্রিকেটাররা।

এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার মাউন্ট মঙ্গানুইতে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেদিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই।  

বাংলাদেশ সময়: ১৬২৯, নভেম্বর ১৮, ২০২২

এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।