ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে খুলনার হেড কোচ সুজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
বিপিএলে খুলনার হেড কোচ সুজন

আগামী বছরের শুরুতে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়ানোর সঙ্গে সাজিয়ে নিচ্ছে নিজেদের কোচিং স্টাফ।  

এবার খুলনা টাইগার্স ঘোষণা করেছে তাদের হেড কোচ হিসেবে এবার থাকবেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে তারা।  

এর আগে দলের অধিনায়ক ও আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে খুলনার দলটি। তামিম ছাড়াও পাকিস্তানি দুই পেসার নাসিম শাহ এবং ওয়াহাব রিয়াজের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার আজম খানকে নিয়েছে তারা। এদের বাইরে শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটার আভিষ্কা ফার্নান্দো খেলবেন খুলনার হয়ে।
   
সুজনের আগে রংপুর রাইডার্স জানায়, হেড কোচ হিসেবে বাংলাদেশি সোহেল ইসলামের ওপর আস্থা রাখবে তারা। এছাড়া সিলেট স্ট্রাইকাসও তাদের হেড কোচ করেছে রাজিন সালেহকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর রাজধানীর অভিজাত এক হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।