চট্টগ্রাম: রমজানে নিত্য পণ্যের বাজার তদারকিতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সাংবাদিকদের বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, রমজানের মধ্যে চট্টগ্রামের বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য বাজার তদারকিতে মাঠে কাজ করছে বিভিন্ন সংস্থার ৪০টি মনিটরিং টিম।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমআর/পিডি/টিসি