ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
কর্ণফুলীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রাম: তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) বুধবার (১৫ জানুয়ারি) সিডিএ আবাসিক মাঠে শুরু হয়েছে।  

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি মাসুমা জান্নাত।

আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদ। খেলার উদ্বোধনী দিনে শিকলবাহা ইউনিয়ন বনাম চরলক্ষ্যা ইউনিয়ন এবং বড়উঠান ইউনিয়ন বনাম চরপাথরঘাটা ইউনিয়নের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।
শিকলবাহা ইউনিয়ন চরলক্ষ্যা ইউনিয়নকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। বড়উঠান ইউনিয়ন চরপাথরঘাটা ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে। শিকলবাহা ইউনিয়নের তুষার জয় এবং বড়উঠান ইউনিয়নের তানভির সিয়ামকে 'ম্যান অব দা ম্যাচ' ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা হানিফ ও জামায়াত নেতা ইলিয়াছ মেম্বার। উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ লুকমান, বাহার উদ্দিন খান, জাবেদুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম সাহেদ ও নুরুল আমিন মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।