ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরও ৯ মামলায় গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরও ৯ মামলায় গ্রেপ্তার ...

চট্টগ্রাম: সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরও ৯টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে হাজির করা হলে বিচারকরা মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

 

আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি’র আদালতে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা ৫টি মামলার শুনানি হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন এর আদালতে ৩টি মামলার শুনানি হয়। এছাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে আরেকটি মামলার শুনানি হয়। এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিচারকরা তা নামঞ্জুর করেন। তবে তার পক্ষে ডিভিশনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৭ অক্টোবর ঢাকায় নিজ বাসা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায়ও একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।