চট্টগ্রাম: হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিমানবন্দরে আসা যাত্রী, স্টেকহোল্ডারদের জন্য এসব নির্দেশনা জারি করেন।
এর মধ্যে রয়েছে- শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করা। হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এ রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। তাই সব স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা দরকার।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এআর/পিডি/টিসি