চট্টগ্রাম: গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)'র পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে সমাপ্ত হয়েছে গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত ৫পারা ও ১০পারা উভয় গ্রুপের ফাইনাল রাউন্ডে মোট ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার এবং প্রতিযোগীদের শিক্ষকদের জন্য রয়েছে বিশেষ সম্মাননা ক্রেস্ট।
গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রামের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সারাদেশে মোট ২৩টি অডিশনে ৯১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৪৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.), আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি সৈয়দুল হক খান, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওসমান মেহেদী।
অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদ ও বিভিন্ন উপজেলা, থানা ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বুধবার আটটি দেশের আন্তর্জাতিক দায়রা শাখাসমূহের পুনর্মিলনী উপলক্ষে মাইজভাণ্ডারী সুফি খালওয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।
আগামী ২৪ জানুয়ারি মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
পিডি/টিসি