চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি চট্টগ্রামে উচ্চশিক্ষায় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৫ জানুয়ারি) প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উইন্টার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশার কথা জানান।
ডা. শাহাদাত হোসেন বলেন, ২০০১-১৬ পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি করপোরেশনের অধীনে ছিল। কিন্তু ২০১৬ সালের পরে রাজনৈতিক নানা কারণে এটি ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও শহীদদের স্মরণ করে বলেন, শুধু ২০২৪ সালের আন্দোলন নয়, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি সংগ্রামে ছাত্র-ছাত্রীদের অবদান রয়েছে। ছাত্র-ছাত্রীদের লড়াইয়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ মুক্ত হয়েছে।
এখনো আমাদের লড়াই চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা যায়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও অব্যাহত আছে। আমাদের ছাত্র-ছাত্রীদের সঠিক নেতৃত্বের মাধ্যমে এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলে আমরা আজ প্রিমিয়ার ইউনিভার্সিটিকে তার প্রাপ্য অবস্থানে ফিরিয়ে আনতে পেরেছি। তাদের এই সাফল্যে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
তিনি শিক্ষার্থীদের শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উচ্চশিক্ষা ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়ে উঠবে।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও উৎসবের পৃষ্ঠপোষক রেজাউল করিম রণি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও উৎসবের পৃষ্ঠপোষক মো. আমিনুল ইসলাম।
মোহাম্মদ ইফতেখার মনির বলেন, কয়েকটি বিভাগের একত্র হয়ে একটি অনুষ্ঠান করার মধ্যে চ্যালেঞ্জ থাকে, ফলে ভিন্নমাত্রা থাকে। এই অনুষ্ঠানেও ভিন্নমাত্রা রয়েছে। চারটি বিভাগের ছাত্র-ছাত্রীরা সুনিপুণভাবে এই উৎসবটি সম্পন্ন করছে।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক পিঠার স্টল ছিল। স্টলগুলোতে বহু রকমের পিঠা ও খাবারের প্রদর্শনী ছিল। কোনো কোনো স্টলে পিঠা ও খাবারের পাশাপাশি কাপড় ও গহনা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এআর/পিডি/টিসি