ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সমাজসেবী উজ্জ্বল দত্তের মায়ের পরলোকগমন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সমাজসেবী উজ্জ্বল দত্তের মায়ের পরলোকগমন ...

চট্টগ্রাম: সংযুক্ত আরব-আমিরাতের রাস আল খাইমার ব্যবসায়ী, সমাজসেবী উজ্জ্বল দত্তের মাতা আরতি দত্ত (৭০) মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতে নগরীর নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।  

তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

বুধবার (২৯ মার্চ) সকালে বোয়ালখালীর কধুরখীল গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তিনি অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান দানবীর অদুল চৌধুরীর শাশুড়ি ও কো-চেয়ারম্যান অনিতা দত্তের মাতা।

আরতি দত্ত’র মৃত্যুতে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বোয়ালখালী পৌর মেয়র জহিরুল ইসলাম জহুর, উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু, জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি ঝন্টু চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরীয়া মাসুদ, বর্তমান সভাপতি এসএম মোদ্দাচ্ছের শোক প্রকাশ ও আত্মার সদগতি কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।