ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসুস্থ শিশুকে ডাস্টবিনে ফেলে গেল পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ২৭, ২০২৩
অসুস্থ শিশুকে ডাস্টবিনে ফেলে গেল পরিবার ...

চট্টগ্রাম: নগরীর টাইগারপাসে দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিনে পড়ে থাকা শিশুটিকে ঘিরে উৎসুক জনতা ভিড় জমায়। ডিউটিরত কোতোয়ালী থানার এএসআই শাহাবুদ্দিনসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ধারণা করছি শিশুটির মধ্যে প্রতিবন্ধীতার লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবার তাকে সেখানে ফেলে গেছে। শিশুটি অসুস্থ হওয়ায় চমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।